যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৬

ইমাদুল ইসলাম, যশোরঃ এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের করে থাকে চক্রটি। ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৪৭, তারিখ- ২৪ জুন ২০১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৩(খ) মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ১৬/১১/২০২৩ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী

পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলার কোতয়ালী থানাকে দায়িত্ব প্রদান করেন। র‌্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ২২/০৪/২০২৪ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরএন রোড এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ২২/০৪/২০২৪ তারিখ আনুমানিক ১৬.১৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম (৪০), পিতা- আব্দুল হালিম, সাং- এরেন্দা, থানা- কোতয়ালী, জেলা-

যশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ২৪ জুন ২০১৩ তারিখে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় নয় মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরো জানায়, সে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য যশোরের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন রেখেছিল। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top