নাসির উদ্দীন গাজী খুলনাঃ আগামী ৮ই মে থেকে শুরু হতে যাচ্ছে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন। ৪টি ধাপে অনুষ্ঠিত হবে এই ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন। যার ২য় ধাপে আগামী ২১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলতলা উপজেলা পরিষদের নির্বাচন। আর এই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল ২১ শে এপ্রিল পর্যন্ত।
ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ, এস, এম রোকনুজ্জামান খান কর্তৃক প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে চেয়ারম্যান পদে মনোনয়ন ক্রয় করেছিলেন ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্রয় করেন ২ জন। যেহেতু গতকালই ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন সেক্ষেত্রে সর্বশেষ তথ্য মতে
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা ও প্রার্থীতা চুড়ান্ত হয় ৪ জনের, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের। চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রর্থীরা হলেন বারবার নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, তার প্রস্তাবকারী ছিলেন মোল্লা কওছার আলী ও সমর্থনকারী ছিলেন আসলাম খান, সাবেক সাধারন সম্পাদক, ফুলতলা উপজেলা আওয়ামীলীগ। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সিনিয়র সহ-সভাপতি, ফুলতলা উপজেলা আওয়ামীলীগ, ডাঃ মনজুর মোর্শেদ, শেখ মনিরুল ইসলাম, চেয়ারম্যান, ১নং আটরা গিলাতলা ইউপি ও বিকু ভূইয়া। উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনি তার উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। বিলকিস আক্তার ধারা, সদস্য, খুলনা জেলা আওয়ামীলীগ,
প্রস্তাবকারী মুশফিক আহমেদ সুজা ও সমর্থনকারী ছিলেন আশরাফূল আলম কচি, এছাড়াও উপস্থিত ছিলেন রবিন বসু, সাবেক সভাপতি ফুলতলা বাজার বণিক সমিতি। পূর্বে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ফুলতলা উপজেলার রাজনিতীতে তিনি একজন বলিষ্ঠ ও জনবান্ধব নেত্রী। আলহাজ্ব শেখ আবিদ হোসেন, সভাপতি, খানজাহান আলী থানা আওয়ামীলীগ। সর্বশেষ প্রার্থী হলেন জুবাইদা খান সুরভী। ভাইস চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থীরা হলেন- কে, এম, জিয়া হাসান তুহিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও নবাগত আবু তাহের। মহিলা
ভাইস চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা ও রেক্সোনা আজম।
সকলেই উপজেলা বাসিকে শুভেচ্ছা জানান এবং তাদের জয়যুক্ত করলে তাহারা উপজেলা বাসির জন্য কি কি অবদান রাখবেন ও উন্নয়ন মূলক কাজ উপজেলা বাসিকে উপহার দিবেন তার উপর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।