পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম  গাঁজা উদ্ধার করেছেন,ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইনএর নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে  ১৯/০৪/২০২৪ খ্রিষ্টাব্দঃ- রোজ শুক্রবার ২ ঘটিকার সময় এসআই (নিঃ) মহসীন সরদার সঙ্গীয় এএসআই, শফিকুল ইসলাম ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি চলাকালীন সময়ে ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাইভেট) লিঃ এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসাই মোঃ রফিক (৩৩) এর হেফাজত হইতে ৫০০ গ্রাম  গাঁজা উদ্ধার পূর্বক সাক্ষীদের

উপস্থিতিতে এসআই (নিঃ) মহসীন সরদার জব্দ তালিকা মূলে গ্রেফতার কৃত মাদক ব্যবসাইর নাম ঠিকানা- রফিক (৩৩) পিতা-মোঃ রশিদ আহম্মদ,মাতা-মায়মুনা বেগম, সাং-পশ্চিম বাঁশখালা,আম্বিয়ার বড় বাড়ী,ওয়ার্ড নং-৪,থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে বসবাস করেন -হাজী বিল্ডিং,কমিশনার গলি,২ নং মাইলের মাথা,থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম
গ্রেফতারকৃত মাদকের ব্যবসা এর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। মাদক ব্যবসাই মোঃ রফিককে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top