তেরখাদা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লির নির্বাচনী উঠান বৈঠক ও গণ সংযোগ

তেরখাদা প্রতিনিধিঃ আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল হাসান মুসাল্লির পক্ষে আদমপুর এলাকায় নিজ বাড়িতে উপজেলাবাসীর উদ্যোগে এক বিশাল উঠান বৈঠক, গণ সংযোগ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নওয়াব আলী টিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান মুসাল্লি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের

সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জনাব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাদশা মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেনআওয়ামী লীগ নেতা মোহাম্মদ লুৎফর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ শাহাবুদ্দিন বদির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী মোল্লা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ মিশকাত মিনা,ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলিনুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম রুকা,মোঃ সোহাগ শেখ, মাওলানা তৌহিদুল ইসলাম, মোঃ বাবুল ভূঁইয়া, মোঃ নূর মিয়া, মোহাম্মদ ইসহাক ফকির, মোঃ মিজান মেম্বার, মাওলানা জাকারিয়া শেখ।

উঠান বৈঠকে প্রায় দশ হাজার লোক সমাগম ঘটে। মুহর্মুহ করতালিতে সরগরম হয়ে ওঠে আদম এলাকা। হাজার হাজার কর্মীর প্রস্থিতিতে উঠান বৈঠক স্থলে তিল ধরনের ঠাই ছিল না। এর আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান মুসল্লী এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং মতবিনিময় করেন। এলাকাবাসী আবুল হাসান মুসাল্লির চেয়ারম্যান পদ ভোট বিপ্লবের মাধ্যমে ছিনিয়ে আনার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top