নড়াইলে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার -০২

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল: :::  নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাগুরার মোহাম্মদপুরের কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) এবং নড়াইলের লোহাগড়ার উপজেলার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত

 

সাড়ে ৮টার দিকে লাহুড়িয়া তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এতে থাকা ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। লোহাগড়া থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top