কলারোয়া প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৪ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ

 সেলিম খান সাতক্ষীরা ::::  কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে আয়োজনে অনুষ্ঠিত হলো এলডিডিপি প্রকল্পের নাম মাত্র প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ মেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের উপপাদ্য ছিলো “প্রাণিসম্পদে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ”কিন্তু প্রণীসম্পদ প্রদর্শনীর নামে শুধু হয়েছে প্রাণীদের কস্ট আর খামারিদের হয়রানি। ৫ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে তাতে ও বেশিরভাগ ছিলো স্বজনপ্রীতি অভিযোগ। ছাগল ও ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ২ জন তাও প্রথম পুরস্কার ২ হাজার টাকা দুই জনকে ভাগ করে ১ হাজার টাকা করে দিয়েছ যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন খামারি। খামারি সাংবাদিকদের জানান ভাই প্রথম দুই জন প্রথম হয় কি ভাবে তা হলেও আমাকে প্রথম ২ হাজার

 

টাকা দিয়ে পরে আবার ১ হাজার টাকা নিয়ে নিয়েছে।প্রাণী সম্পদ অফিসের পক্ষপাতি বলে মনে করেন খামারি।দামোদর কাটি গ্রামের এক খামারি বড় দুইটি ছাগল নিয়ে এসে শান্তনা পুরস্কার হিসাবে একটা প্লেট নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাংবাদিকদের জানান,ভাই আমার থেকে ছোট ছাগল পুরস্কার পেলো আমরা পেলাম না। এই সময় প্রাণী সম্পদ অফিসে এক কর্মকর্তা কে ডেকে জানতে চাইলে তিনি খামারির সামনে একটা হাসি দিয়ে চলে যান। নাম মাত্র পুরস্কার টাকা দিয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪ শেষ করেছে। কলারোয়া শহর থেকে দূর দূরান্ত থেকে প্রাণী নিয়ে আসার খরচ ও

 

দেওয়া হয়নি খামারিদের।শুধু মাত্র পুরস্কার নিয়ে না খাবার নিয়ে ও পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীরা অফিসার নিজের লোকেদের হাতে ৫-৬ পকেট খাবার দেখাতে পাওয়া যায়। নানা অনিয়মের মধ্যে দিয়ে শেষ করা হয়েছে এই প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪। অনিয়মের বিষয় কলারোয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ভিএস সাইফুল ইসলাম এর সাথে একটা বার তার মোটফোনে যোগাযোগ করা হলে ও যোগাযোগ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top