সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ “প্রাণী সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিঘলিয়া উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতাল দিঘলিয়ার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মাঠ প্রাঙ্গণে সেবা সপ্তাহের আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারচ্যুয়ালী যুক্ত থেকে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এর পূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
প্রধানমন্ত্রী একযোগে সারা দেশের সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ভেটেনারী অফিসার ডাঃ এস এম আইয়ুব আলী, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা নির্বাচন অফিসার হুমাইরা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, আইসিটি কর্মকর্তা সাঈদা আক্তার এবং উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। শুরুতে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে ৪০টি ষ্টল প্রদর্শন করা হয়। এবারের প্রদর্শনীতে ষাড় পালন, দুগ্ধখামারের খামারী, বিভিন্ন জাতের ছাগল পালনে উল্লেখযোগ্য অবদান রাখায় তাদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অতিথিবৃন্দ ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এ মেলায় দিঘলিয়া উপজেলার দুগ্ধখামারী, ষাড় পালনকারী, বিভিন্ন ঔষুধ ব্যবসায়ী, সেফ ফুড, হাঁস-মুরগি পালনকারী, ঔষুধ ও যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান, ছাগল ও ভেড়া পালনকারী, কবুতর ও পাখি পালনকারী খামারীরা অংশ নেন।