জাতিসংঘের প্রতিনিধি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজির মত বিনিময় সভা

রাজশাহী প্রতিনিধি ::::  রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আরেফ, পুলিশ কমিউনিটি ও জাতিসংঘের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইএলইওএ) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নৌ পুলিশের সাবেক এসপি ও বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আব্দুল্লাহ আরেফ। ২০ তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া সিনিয়র এই পুলিশ কর্মকর্তা জানান, তিনি আইএলইওএ’র

 

প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন। প্রসঙ্গত, আইএলইওএ বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। এ সংগঠনে পারস্পরিক মতবিনিময় ছাড়াও জনগণকে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কীভাবে আরও উন্নত সেবা দেওয়া যায়, সেসব নিয়ে নিয়মিত সভা ও সেমিনার আয়োজন করে ছলেছেন।।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী জেলার সভাপতি সাংবাদিক মোঃ মাসুদ রানা, শাহামুদ্দিন রিয়েল এস্টেট এর পরিচালক আব্দুর রহমান,। সহ বানেশ্বর এলাকার সম্মানিত জনপ্রতিনিধি সুশীল সমাজের ব্যক্তিবর্গের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা শেষ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top