ইউপি নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 আমতলী (বরগুনা) প্রতিনিধি:::: বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেল সাড়ে ৩টায় সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম (পিপিএম), বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল হাই আল হাদী ও রিটার্নিং কর্মকর্তা আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা।

 

সভায় বক্তব্য রাখেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি বিপুল, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু ও বরগুনা জেলা সহকারী আনসার কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী মোঃ মোতাহার উদ্দিন মৃধা, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, কারাগারে আটক চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার বড় ভাই মোঃ কামরুজ্জামান হিরু মৃধা প্রমুখ।  সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আশ্বস্থ্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top