মনজুর হোসেন,লক্ষ্মীপুর::::::: প্রাণের প্রাঙ্গণে বর্ণিল উৎসবে, আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাস্তার হাট হাজী আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নতুন পুরাতন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবকে মাতিয়ে তুলে,দীর্ঘ দিন পর হলেও এই উৎসবে সহপাঠীকে খুঁজে পেয়ে অনেকেই হয়ে পড়েন আবেগ আবলুত।অতীতের স্মৃতিতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত রাস্তার হাট হাজী আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে পদার্পণ করেছে ৫২ বছরে।দীর্ঘ পথ অতিক্রম করে বর্তমানে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। সোমবার,দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আ.স.ম.আব্দুর রব।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে স্মৃতিময় করতে বিশেষ অতিথি আবদুল্লাহ আল-মামুন এমপি’র বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন “সূবর্ণ বৃক্ষ রোপণ কর্ণার”। সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “স্মৃতির আঙিনা” নামে ম্যাগাজিন বই, মগ ও ব্যাগ উন্মোচন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বিদ্যালয়ের সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল,ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন ও অধ্যাপক আবদুল ওয়াহেদ। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা মিজানুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি পরিষদের আহ্বায়ক মো: মোমিন উল্যাহ। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সদস্য সচিব মেহেদী হাছান শিপন, উদ্যোক্তা মো: তুহিন হোসাইন,উপদেষ্টা মো: জাকের হোসাইন ও প্রধান শিক্ষক আবদুজ জাহের। বিশিষ্ট সাংবাদিক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি এ বি এম ফয়জুল ইসলাম বাবু,ড.আশরাফ আলী চৌধুরী সারু,বিশিষ্ট শিল্পপতি আফতাব উদ্দিন মাসুদ,মেয়র আবদুল ওয়াহেদ মুরাদ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিথিকা বিনতে হোসাইন সহপ্রমুখ। প্রাণের এই মিলন মেলায় উপভোগ
করতে সূদুর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন অনেকেই। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন ব্যাচ ভিত্তিক ফটো সেকশন,উম্মুক্ত আড্ডা ও মধ্যান্ন ভোজনে।পুরনো দিনের স্মৃতি আঙিনায় বন্ধু বান্ধব ও প্রাণের সহপাঠীদের পেয়ে এখন আবেগ আবলুত। অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। এরপর স্মৃতি চারন মুলক বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন,সহ: উপজেলা শিক্ষা অফিসার মো: আবদুল হাই ও সহ:শিক্ষক মাস্টার আবদুল কাদের। এরপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উযাপন করা হলো রামগতির রাস্তার হাট হাজী আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব।এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও সুনাম ধরে রাখবে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।