সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা :::::: দিঘলিয়ায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা উদ্ধোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। পরে বিভিন্ন রঙের ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে দিঘলিয়া উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ প্রতিযোগিতায় অংশ নেন। পরে দিঘলিয়া উপজেলা মিলনায়তনে শুরু হয়
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,
সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, দিঘলিয়া থানা এসআই নিপুন, দিঘলিয়া উপজেলা স্কাউট এর কমিশনার মোল্লা হুমাউন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ কামরুল ইসলাম। দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিএনসিসির সদস্য ও সাধারণ ছাত্র-ছাত্রীরা, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।