দিঘলিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে ছবিসহ অপ্রীতিকর মন্তব্য 

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা ::::: খুলনার দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামের বিরুদ্ধে Hassan Raza(খুলনা নারী সাংবাদিক ফোরাম) নামের একটি ফেসবুক আইডি থেকে অপ্রীতিকর ও আপত্তিকর মন্তব্য প্রচার করার অভিযোগে এনে তিনি দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । দিঘলিয়া থানায় করা জিডি সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তাঁর করা ডায়েরীতে উল্লেখ করেছেন ফেজবুক আইডি Hassan Raza (খুলনা নারী সাংবাদিক ফোরাম) : https//www. /facebook.com profile. phpid =100017420521209& mibextid= ZbWKwL হতে তাঁর ছবি ও নাম ব্যবহার করে তাঁর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সন্মান ক্ষুন্ন করার জন্য উক্ত আইডিতে বিভিন্ন ধরণের অপ্রীতিকর পোস্ট করছে। যার ফলে তাঁর পারিবারিক ও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যার সন্মুখীন ও হ্যানস্ত

 

হতে হচ্ছে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরীভূক্ত করে রাখা একান্ত প্রয়োজন মর্মে তিনি দিঘলিয়া থানায় করা ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন। জিডি এন্ট্রি প্রসঙ্গে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার এ প্রতিবেদককে বলেন, ইতোমধ্যে আমরা আমাদের সাইবার টিমের সঙ্গে যোগাযোগ করেছি আইডিটা কে পরিচালনা করেন তাকে শনাক্ত করার জন্য। আইডির মালিককে সনাক্ত করতে পারলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন, যে আইডি থেকে চেয়ারম্যানের নামে অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হয়েছে ইতিমধ্যে সে আইডিটা ডিলিট করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top