মনজুর হোসেন,লক্ষ্মীপুর:- লক্ষ্মীপুরের সদর উপজেলায় শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ পরিচালনায় অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউ.কে’র অর্থায়নে আল মানসুর এতিমখানা কমপ্লেক্সে ২৫০টি এতিম শিক্ষার্থী পরিবার ও ২০০টি স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ২০২৪ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই এপ্রিল (বুধবার) আল মানসুর এতিমখানা কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো: শরীফ হোসেন এবং সমাজ সেবা কর্মকর্তা
মো: সালাহ উদ্দিন। শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ’র সেক্রেটারি মাও মোঃ আবদুল ওদুদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ও অন্যান্য গন্য মান্য ব্যক্তিবর্গ। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে পায়জামা পাঞ্জাবি,সেমাই,চিনি,গরুর দুধ,নুডুলস,চাউল,আলু ইত্যাদিসহ ১৩টি প্রকার ঈদ সামগ্রী যা এতিম ছাত্র-ছাত্রীদের ২৫০টি পরিবারকে ৭৫০ টাকা মূল্যের ঈদ উপহার বক্স ও নগদ অর্থ প্রদান করা হয়।এছাড়াও স্থানীয় দরিদ্র ২০০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীরা জামা কাপড় ও ঈদ সামগ্রী পেয়ে তারা আনন্দিত হন। পরিশেষে সকল উপকার ভোগীরা সম্মানিত দাতা সদস্যদের কল্যায়ন কামনা করেন।