লিমন খান : কাজিপুর(সিরাজগঞ্জ :::::: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হৃদয়ে কাজিপুর সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ও অর্থায়নে অর্ধশত অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রোহা বাড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাল, তেল, লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস । এসময় সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার জীম সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, হৃদয়ে কাজিপুর একটি সামাজিক সংগঠন। সমাজের অবহেলিত
মানুষ দের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। কয়েকজন বন্ধু মিলে আমরা এই সংগঠন পরিচালনা করে থাকি। এই সংগঠনটি শুধু ঈদ উদযাপন নয়, সকল প্রতিকূলতায় মানুষের পাশে স্বেচ্ছায় কাজ করে যাবে। এই প্রত্যাশায় হৃদয়ে কাজিপুর এগিয়ে যাবে বহুদূর । কয়েক বছরেই মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি আমরা। সমাজের অবহেলিত অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে কাজ করে যাবে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহ আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী।