নন্দীগ্রাম হাটকড়ই কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ, পরিদর্শনে এমপি তানসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই কালি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল ৮ই এপ্রিল দিবাগত রাত্রী আনুমানিক সাড়ে ৯টায় হাটকড়ই গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে মো: রেজাউল (৩০) হাটকড়ই কালিমন্দিরের গেট ধরে ঝাকাঝাকি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাটকড়ই শ্বশান মন্দিরের দিকে চলে যায়। সেখানে সার্বজনীন শ্বশান কালী মন্দিরের গেট ভেঙ্গে প্রতিমা ভাংচুর করে টেনে হিচড়ে বাহিরে নিয়ে আসে। ৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় শ্বশান মন্দিরের সেবক শ্রী প্রশান্ত চন্দ্র মন্দিরের গেট খুলে দেখতে পান যে মন্দিরের প্রতিমা উপুড় হয়ে পড়ে আছে এবং প্রতিমা ভাংচুর করা হয়েছে। মন্দিরের সেবক নন্দীগ্রাম থানা পুলিশ কে সংবাদ দিলে সাথে সাথে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজমগীর হোসাইন আজম ঘটনাস্থল

 

পরিদর্শন করে এবং আসামী মোঃ রেজাউলকে আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে আসে। উল্লেখ্য যে, আসামী মোঃ রেজাউল প্রায় দুই বছর ধরে মানসিক রোগে ভুগছে। বর্তমানে উক্ত এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে মন্দিরের প্রতিমা ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষণিক মন্দির পরিদর্শনে ছুটে আসেন (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন। পরিদর্শনকালে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন এটা খুবই ন্যাক্কারজনক অনাকাঙ্ক্ষিত দু:খজনক ঘটনা। তিনি আরও বলেন যে বা যাহারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন। ঐ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় জনতা এবং উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top