নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অসচ্ছল, অসহায়, প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহারের শাড়ি ও নগদ অর্থ বিতরণ এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ত্রাণ ভান্ডারের অর্থায়নে ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ভাটরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নারী-পুরুষদের মাঝে নতুন শাড়ি ও নগদ বিতরণ করা হয়। ৭ই এপ্রিল (রবিবার)
বিকেলে ভাটরা এলাকায় সংসদের কার্য উপদেষ্টা কমিটি ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম তানসেন এমপি ঈদ উপহারের শাড়ি ও নগদ অর্থ বিতরণকালে সঙ্গে ছিলেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, বাইন, বিশ্বনাথ দাস, নারায়ন চন্দ্র প্রমুখ। এরপর কচুগাড়ী ও সিমলা বাজারসহ বিভিন্ন বাজারের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সংসদ সদস্য এ,কে,এম রেজাউল করিম তানসেন।