ডুমুরিয়ায় বজ্রপাতে এক যুবক মৃত্যুবরণ

এস এম শাওকির শাওন ডুমুরিয়াঃ খুলনা ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের ওবায়দুর রহমান (৩৩) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঘটনাটি ঘটেছে আজ রবিবার ৭এপ্রিল সকাল ৯ টায় দিকে, মৃত ব্যক্তি একই গ্রামের গরু ব্যবসায়ী দেলোয়ার গাজীর বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আজ রবিবার সকালে ওবাইদুর রহমান উপজেলার কমলপুরের কানাইডাঙ্গা বিলে যায় গরুর খাবারের

জন্য ঘাষ সংগ্রহ করতে, তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গুটুদিয়ার ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, তিনি বলেন সকালে ওবায়দুর রহমান গরুর খাবারের জন্য কমলপুর কানাইডাঙ্গা বিলে ঘাষ সংগ্রহ করতে গেলে
বজ্রপাতে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top