দিঘলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বালি ভরাট করছে প্রভাবশালী মহল

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ খুলনা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দিঘলিয়া উপজেলার কেটলা সুইজ গেটের দক্ষিণ পাশে কোলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাটের চেষ্টা করছে এলাকার একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল। গত ৩ এপ্রিল বুধবারের এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় বালু ভরাটের চেষ্টার সাথে জড়িত ৩ জনের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালু ভরাট বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছে। অবৈধ এ তৎপরতা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডর উপ-সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা। স্থানীয় বাসিন্দা

ও পাউবোর সূত্রে জানা যায়, খুলনা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর অধীন তেরোখাদা পওর উপ-বিভাগের আওতাধীন দিঘলিয়া উপজেলার কেটলা সুইজ গেটের দক্ষিণ পাশে কোলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন বরোপিটে অবৈধভাবে বালি ভরাট করছে স্থানীয় কতিপয় স্বার্থান্বেসী মহল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি পাউবো কর্তৃপক্ষ অবহিত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন । নোটিশপ্রাপ্তরা হলো স্থানীয় গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রামের গফ্ফার শেখের পুত্র মোঃ বুলু শেখ, কেটলা গ্রামের মৃত মকিম মোল্লার পুত্র মাসুদ মোল্লা ও একই গ্রামের

মৃত আব্দুর রউফ শেখের পুত্র রাজু শেখ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সেলিম রেজা বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি সম্পত্তি দখল, বিনষ্ট ও সম্পদের প্রকৃতির পরিবর্তন সাধন করার কোন সুযোগ নেই। প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে অবৈধভাবে বালু ভরাটের চেষ্টাকারী ৩ জনকে নোটিশ প্রদান করা হয়েছে। এ অপতৎপরতা থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top