দিঘলিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে কেশবপুর থেকে গ্রেফতার

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ খুলনার দিঘলিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে কেশবপুর থেকে আটক করেছে পুলিশ। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর রাতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তারের দিক নির্দেশনায় এসআই নিপুন, এসআই জাহিদ, এসআই সাধনসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় তৌহিদুল মুন্সি

(৩৮) নামক জনৈক ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে দিঘলিয়া থানা পুলিশের ওসি বাবুল আক্তার এ প্রতিবেদককে জানান, আসামি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মোঃ হামিদ মুন্সির পুত্র তৌহিদুল মুন্সি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তার নামে দিঘলিয়া থানায় জি আর ১০৪/৭ মামলা রয়েছে। ২০০৭ সাল থেকে তৌহিদুল মুন্সি আত্মগোপনে ছিল। এছাড়াও তার নামে আরো একটি মামলা রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top