বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা বটিয়াঘাটা থানার পল্লী এলাকা থেকে একটি গাঁজা গাছ সহ ২ জনকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুনারাবাদ এলাকা থেকে পরিমল মন্ডলের পুত্র শিপন মন্ডল(৩১) এবং বিনোদ বিশ্বাসের পুত্র বিশ্বজিত বিশ্বাস(৫০) কে গাঁজা গাছ সহ আটক করে। থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,বৃহস্পতিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার সুরখালী
ইউনিয়নের বুনারাবাদ গ্রামস্থ সমিরন গোলদারের মৌমিতা পোল্টি খামার থেকে এস আই রুবেল হোসেন সংগীয় ফোর্সসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ফিট লম্বা এবং আনুমানিক দেড় কেজি ওজনের একটি গাঁজা গাছ সহ দুই মাদকসেবীকে আটক করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে, যার নং-৪। আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।