নিজেস্ব প্রতিনিধিঃ খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের কৃতি সন্তান সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ এর পক্ষে ঝিনাইদহ পুলিশ-এ কর্মরত পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের ”বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২” প্রদান পুলিশ সুপারের কার্যালয়,ঝিনাইদহ অনুষ্ঠিত হয়।২০২২ সালে এস,এস,সি পরিক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত খুলনা জেলার তেরখাদা থানা ইছামতি গ্রামের কৃত্বি সন্তান মেহেদী হাসান (আলিফ) পিতা: মিজানুর রহমান মিন্টু (এস,আই) মাতা: সুরাইয়া আফরিন ঝিনাইদহ কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মোঃআজিম -উল -আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ ক্রেষ্ট,সন্মানা ও সার্টিফিকেট প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে
সম্মানিত সভাপতি মোঃআজিম -উল -আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ বলেন, পুলিশ সদস্যের সন্তানেরা একাডেমিক পরীক্ষায় মেধার সাক্ষর রেখেছেন, এজন্য আমরা গর্বিত। পুলিশের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তাদের ‘মা’। কারণ পুলিশে যারা চাকরি করেন, তারা সর্বক্ষণ জনগণের সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এজন্য সন্তানের পড়াশোনাসহ সার্বিক যত্ন তার মা’কে নিতে হয় । তাই এই কৃতিত্ব মা’দেরই প্রাপ্য। শিক্ষার্থীদের উদ্দেশ্য মোঃআজিম -উল -আহসান, পুলিশ সুপার, ঝিনাইদহ মহোদয় আরো বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষিত হয়ে জনগণের ও দেশের সেবা করতে হবে।