দাকোপে এইচ বিবি রাস্তার উদ্বোধন

দাকোপ (খুলনা)প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে নির্মিত হেরিং বোনবন্ড(এইচবিবি)প্রকল্পের তিন কিলোমিটাররাস্তার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ওই রাস্তা দু’টির উদ্বোধন করেনখুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। গ্রামীণ জনপদ টেকসই করণের লক্ষে হেরিংবোনবন্ড (দ্বিতীয়পর্যায়) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থা পনা অধিদপ্তরের বাস্তবায়নে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। উপজেলা পিআইও’রকার্যালয়সূত্রমতে, ২০২৩-২৪ অর্থবছরে এইচবিবি প্রকল্পের আওতায় সুতারখালী ইউনিয়নের গুনারী খোকন হালদারের বাড়িহতে দীপঙ্কর মলের বাড়ি পর্যন্ত ১হাজার ৫০০মিটার ওকামার খোলা ইউনিয়নের কামারখোলা

সীমানা হতে গুনারীওড়া পর্ন্ত ১হাজার ৫০০ মিটারইট সোলিয়ের তিন কিলোমিটাররা স্তানির্মাণকরা হয়েছে। যারব্যয়ধরাহয়েছে। ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা। উদ্বোধনী সভায় প্রধানঅতিথি স্থানীয়সংসদ সদস্য ননীগোপালম-লবলেন, টেকসই উন্নয়নে বর্তমানে সরকার খুব তৎপর। বিশেষকরে প্রধানমন্ত্রী শেখহাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছেন। যাবিগত কোনোসরকার করেনাই এর সুফল জনগণ যুগে যুগে পেতে থাকবে।এসময়উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুলকাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিন্দকুমার দাশ, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুমআলী ফকির,আওয়ামীলীগ নেতাঅসিতসাহা, গাজীসাইফুল ইসলাম, তাপস জোয়াদ্দারপ্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top