কলাতিয়া বাজারের যানজট ও ফুটপাত দখল মুক্ত করলেন কলাতিয়া পুলিশ ফাঁড়ি

প্রতিবেদক: হাসান আলীঃ কেরানীগঞ্জ কলাতিয়ায় যানজট এবং ফুটপাত দখল মুক্ত রাখতে অঙ্গীকার করলেন কলাতিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যগণ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার কলাতিয়া বাজারে আনুমানিক সকাল ১১:০০ টার সময় থেকে শুরু করে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কলাতিয়া বাজারের মেইন রোড থেকে বিভিন্ন সড়ক ও সড়কের পাশে থাকা ফুটপাত দখল মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় কলাতিয়া ফারির ইনচার্জ শহিদুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি আমাদেরকে বলেন কলাতিয়া পুলিশ ফাঁড়ির অঙ্গীকার অবৈধ ফুটপাত ও যানজট নিরসনে কাজ করে যাওয়া, তাই আমরা কেরানীগঞ্জের কলাতিয়ার অবৈধ ফুটপাত ও যানজট নিরসনে কাজ

করে যাচ্ছি। এ সময় ভুক্তভোগী দোকানদার ও ফুটপাতের ব্যবসায়ীরা আমাদেরকে বলেন – আমরা হঠাৎ করে এই দোকানগুলো কোথায় সরাবো? আমাদের মালামাল গুলো নির্দিষ্ট জায়গায় স্থানান্তরের জন্য কিছু সময়ের প্রয়োজন।
কিন্তু পুলিশ কর্মকর্তা গন আমাদের মাত্র কিছু সময় দিয়েছে, এই দ্রুত সময়ে আমরা কোথায় যাব?
আমাদের কাছে তেমন অর্থ নেই যে আমরা ফুটপাত রেখে অন্য কোথাও

গিয়ে ব্যবসা শুরু করব। অন্যদিকে পথচারী ও এলাকার জনগণ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এমন যানজটে ভুগছি, বিশেষ করে কলাতিয়া বাজার ব্রিজের উপর সিএনজি ও অটো রিক্সা পার্কিংয়ের জন্য যে যানজটের সৃষ্টি হয় তা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলাতিয়া পুলিশ ফাঁড়ির এই প্রশংসনীয় উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top