ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির সংঘর্ষ

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ ২৮ই মার্চ (বৃহস্পতিবার) মার্চ দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, দুর্ঘটনায় একজন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ও সাপ্তাহিক শীর্ষ খবর নামক একটি গণমাধ্যমের পরিচয় দেয়া গাড়িটির চালক মোঃ মাকসুদ জানান,

গাড়ি চালানোর সময় আমার কিছুটা ঘুম পাচ্ছিল এটা সত্য, আমি মানি। আমার ভুল আমি স্বীকার করি।
আমার গাড়িতে থাকা একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে অবস্থান করা পাভেল বলেন, এটি শীর্ষ খবরের গাড়ি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের। স্বাভাবিক ভাবেই আমরা যাচ্ছিলাম, আমাদের গাড়িটি পেছনে ছিলো। সামনের বিগ্রেডিয়ারের গাড়িটি হঠাৎ গতি কমিয়ে দেয়ায় আমার ড্রাইভার ধাক্কা লাগিয়ে দেয়।

সামনে থাকা গাড়ির চালক, মিজানুর রহমান বলেন আমি প্রায় ৭০ কিমি প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাচ্ছিলাম। পেছন থেকে ওই গাড়িটা ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে আমার গাড়ির পেছনে লাগিয়ে দেয়।

দুর্ঘটনার খবর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পরে উভয় গাড়ির পক্ষ নিজেদের ভেতরে মীমাংসা করে নেয়।

হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে এখানে ছুটে এসেছি। একজন ব্যক্তি কিছুটা আহত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই পক্ষের কেউই মামলা করতে রাজি নন, তারা নিজেদের ভেতরে মীমাংসা করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top