পাইকগাছায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত 

শফিয়ার রহমান পাইকগাছা খুলনাঃ খুলনার পাইকগাছায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত  হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে  ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় প্রথমে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা জামির হোসেন, পাইকগাছা-পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার (ডি) সার্কেল সাইফুল ইসলাম,
থানার পক্ষ থেকে ওসি ওবাইদুর রহমান, নৌ-পুলিশ, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, ক্লাব, সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্মৃতি পুষ্প মাল্য অর্পন করেন। এরপর সকাল ৮টা থেকে পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে, থানা পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও বেলা সাড়ে ১১টায়
উপজেলা পরিষদ চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। এছাড়াও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top