সাগর কুমার বাড়ই খুলনাঃ যথাযোগ্য মর্যাদায় আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ মার্চ সোমবার গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনী এবং রাত ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপ করণ।
২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, র্যালিসহকারে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, অদম্য বাংলার সম্মুখে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা।