টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আরসি শিশুদের জন্মদিন উদযাপন ও শিক্ষা সামগ্রী বিতরণ

আব্দুল খালেক সুমনঃ  “শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে সামনে রেখে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ ২০২৪ এর উপলক্ষে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে, আরসি শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।  গতকাল ২৪ মার্চ, রোজ রবিবার, বিকেলে গাজীপুরের টঙ্গীর ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার বনি হালদারের সভাপতিত্বে, ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন
৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু। এসময় প্রধান অতিথি নুরুল ইসলাম আরসি শিশুর অভিবাবকদের উদ্দেশ্য করে বলেন। ‘আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ সেই ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের সুন্দর, সুশিক্ষিত, ও স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তার জন্য ওয়ার্ল্ড ভিশনের পাশাপাশি আমি নিজেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ্। তিনি সকল অভিবাবকদের উদ্দেশ্যে আরো বলেন, বিশেষ করে আপনারা জানেন যে, আমাদের এলাকায় মাদকের একটি সমস্যা রয়েছে। আর এই মাদক ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিশেষ গুষ্টি বেছে নিচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ ও উঠতি বয়সের কিশোরদের। তাই আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, যেন
এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে না পড়ে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক বজলুর রশীদ, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিউল আজম বাবুল, ৪৬ নং ওয়ার্ড সচিব কামরুল ইসলাম অভি, মো. বেলায়েত হোসেন কমিউনিটি সুপারভাইজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী ৪৬ নং ওয়ার্ড, মোঃ জসিম, UNDC সভাপতি রুবি বেগম, ও সাজেদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দগন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে আরসি শিশুদের নিয়ে জন্মদিন পালনের মাধ্যমে, ৫৩০ জন শিশুর মাঝে শিক্ষা সামগ্রী, ১০টি করে খাতা, ও ৯টি করে কলম বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top