শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনাঃ খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৪ উদ্ যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই মার্চ রবিবার সকাল ১১টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা,দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবদুল হোসেন।
দাকোপ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান গৌরপদ বাছাড়,চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,দাকোপ থানা অফিসার ইনচার্জ এম এ হক, বীর মুক্তি যোদ্ধা আহেদ আলী,দাকোপ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার,দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, সমাজ অফিসার প্রজিত রায়, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, এবং সাংবাদিক গন উপস্থিত ছিলেন।