সেলিম খান সাতক্ষীরাঃ দক্ষিণ বঙ্গের প্রখ্যাত জারি গানের সম্রাট সোলায়মান বয়াতি আর নেই। সাতক্ষীরার কলারোয়া উপজেলা গোয়ালচাতর গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার ১৪ মার্চ রাত ৪ টায় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান এই গুনি শিল্পী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি নিজে জারি গান লিখতেন গাইতেন।
এক সময়ের যুবকদের জনপ্রিয় সংগীত শিল্পী সাতক্ষীরা তথা দক্ষিণ বঙ্গের প্রিয় গায়ক ছিলেন তিনি। সরকারি কাজের জনগণকে গানে গানে সচেতনতা বৃদ্ধি বা ধর্ম শাস্ত্রে জ্ঞান বৃদ্ধির জন্য গানে গানে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই সোলায়মান বয়াতি।সুষ্ঠ ধারার সাংস্কৃতিক মানুষ ছিলেন তিনি নিজের পেশার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন। গুনি এই শিল্পীর
শেষ বিদায় জানাতে আসেন তার শিল্পী দলের অন্যান্য সদস্যরাও তারা সাংবাদিকদের জানান সোলায়মান ভাই খুব ভালো মানুষ ছিলেন তার খারাপ দিক আমরা কখনো দেখিনি। জানাজা শেষে কলারোয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী আলতাফ হোসেন লাল্টু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,আমি সোলায়মান ভাইয়ের খারাপ দিক নেই তিনি দক্ষিণ বঙ্গের সবচেয়ে জনপ্রিয় বয়াতি ছিলেন। সোলায়মান ভাই তার পেশার বাহিরে আমাদের সাথে ও সমাজ সেবক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের গোয়াল চাতর সর-প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।