দিঘলিয়ায় মাহে রমজান উপলক্ষে ইউএনও এর পক্ষ থেকে বাজার মনিটরিং

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় পথের বাজারে বাজার মনিটরিং করেন।
গত সোমবার (১১ মার্চ) দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ উপজেলার পথেরবাজারে বাজার মনিটরিং করেন। এ সময় তিনি ব্যবসায়ীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে পণ্য মজুদ করছেন কিনা, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করছেন কিনা, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ করছেন কিনা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো আছে কিনা এবং অবৈধভাবে ফুটপাত

ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বাজারের বিভিন্ন মাছ, মাংস, চাউল, ফল, মিষ্টি ও মুদি ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করা হয়। বাজার মনিটরিং এ সহায়তা করেন দিঘলিয়া থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সূত্র থেকে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top