সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের ( Stakeholder) এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার সন্ধ্যায় কুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়,
সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) নাজিয়া জাহান খান চৌধুরী, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ডেইলী স্টার এর খুলনা প্রতিনিধি দিপংকর রায়, খানজাহান আলী থানার উপ-পুলিশ পরিদর্শক পীযূষ দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট, সকল বিভাগের শ্রেণী প্রতিনিধি শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ প্রতিনিধিবৃন্দ। সভায় অংশীজনগণ বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন এবং বিশ^বিদ্যালয়ের চলমান স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সম্ভব সবধরণের সহযোগিতার আশ^াস দেন।