মনজুর হোসেন,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সদর উপজেলার পশ্চিম চরচামিতা বায়তুন নুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ২১তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৬ ই মার্চ মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশিষ্ট শিল্পীপতি আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলমেদ্বীন,বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার’র ধর্মীয় আলোচক হযরত মাও মুহাদ্দিস রফিক উল্যাহ আফসারী। বিশেষ মেহমান হিসেবে তাফসির পেশ করেন হযরত মাও মো: মাকছুদুর রহমান,আলহাজ্ব হযরত মাও মাহবুবুর রহমান,হযরত মাও. মাসুম বিল্লাহ ও হযরত মাও শাহ আনোয়ার হোসেন।
মাহফিলে মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করেন জামিরতলী আলিম মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুর রহমান হাসিব ও হাফেজ ইয়াসিন আরাফাত। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া মো: গোলাম ফারুক পিংকু,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম.সালাহ্ উদ্দিন টিপু,ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম বাবুল ও ইউ পি সদস্য
মো: আজমীর হোসেন। মসজিদ কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্বাবদানে মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন মিডিয়া,ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,মসজিদ কমিটির সদস্যমন্ডলী ও এলাকারগণ্যমান ব্যক্তিবর্গসহ প্রমুখ।