সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক, সহযোগী অধ্যাপক বেবী সুলতানা’র বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে সম্পন্ন করায় আগামীকাল ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় ‘উত্তরণ যাত্রা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড
পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। এছাড়া এ উপলক্ষ্যে বিকাল ৪টায় ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী ‘অনিন্দ্য প্রাক্তণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।