খানজাহান আলী থানা প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা থেকে প্রকাশিত দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মার্চ শনিবার সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুইয়া ওয়েলফেযার ফাউন্ডেশনের চেযারম্যান ও আইয়ান গ্রুপোর পরিচালক মোহাম্মাদ জহির উদ্দিন রাজিন ভুইয়া(সিআইপি)। দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সুমন সরদারের সভাপতিত্বে এবং রেজওয়ান আকুঞ্জী রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন অতিথি
ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, দৈনিক তর্থ্যের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মমতাজুল হক, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরিদাস, সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাধন। অনুষ্ঠানে ফুলতলা প্রতিদিনের সহকারী সম্পাদক তরিকুল ইলসাম টলার, বার্তা সম্পাদক শাহীন আহমেদ, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান শিহাব উদ্দিন রুবেল, নব বাণীর বার্তা সম্পাদক শাহাদাত হোসেন, ফুলতলা প্রতিদিনের যশোর প্রতিনিধি নাসিম রেজা, অভয়নগর প্রতিনিধি মো. আমিনুর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি
আরিফুল ্ইসিলাম নয়ন, ষ্টাফ রির্পোটার আজিজুল ইসলাম, ফুলতলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সুমন সরদার। দুপুরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে মধ্যাহৃভোজের আয়োজন করা হয়। পরে ভৈরব নদের মাঝে নৌকায় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।