জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অপহরণকরী গ্রেফতার,নাবালিকা উদ্ধার

IMG_20240301_190021.jpg

মনোয়ার হোসেন জয়পুরহাটঃ জয়পুরহাটে ১৪ বছরের নবালিকা রায়তা কে অপহরণ করে ০২ দিন আটকিয়ে রাখা অপহরণকারী মানিক কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিম রায়তা কে উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প। ২৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট অপহরণকারী মোঃ মানিক হোসেন কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মানিক জয়পুরহাট সদর উপজেলার খাসপাহুনন্দা গ্রামের মোঃ মামুনুর রশিদের ছেলে
র‍্যাব-৫ সিপিসি ৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মোছাঃ রায়তা খাতুন গত ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর আনুমানিক ২ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়ন এর খাস পাহুনন্দা এলাকা থেকে নিখোঁজ হয়। ভিকটিমের বাবা মোঃ রবিউল ইসলাম অনেক খোজাখুজির পর মেয়ে মোছাঃ রায়তা খাতুন কে খুজে না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরীর পর থেকেই র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী মানিক কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম রায়তা কে উদ্ধার এবং অপহরণকারী মানিক কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম তার আইনত অভিভাবক এর নিকট এবং গ্রেফতারকৃত অপরহনকারী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top