জামালপুর প্রতিনিধিঃ যমুনা নদী রুই মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য উদঘাটন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ফিশারিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান রফিকুল বারী মামুন। ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এই প্রকল্পের প্রধান গবেষক, যমুনা নদীর রুই মাছের জীন আবিস্কারক টিম লিডার এবং এই বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের
সিন্ডিকেট মেম্বার এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষক ড. সাদেকুর রহমান ইমন, ড. ফরহাদ হোসেন প্রমুখ। সভায় রুই মাছের জিনুম আবিস্কারে সফলতা, সমস্যা-সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরা হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং জাগরণী যশোর আর্থিক সহায়তায় জামালপুর অঞ্চলের বিশেষ করে যমুনা নদীর মাছ নিয়ে এই প্রথম গবেষণায় সফলতা অর্জনের জন্য প্রশংসা করা হয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে গবেষণার উচ্চ শিখরে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করা হয়।