মনজুর হোসেন,লক্ষ্মীপুরঃ মুসলমানদের মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাতের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কটুক্তিকারী তথাকথিত বক্তা আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বিরুদ্ধে বুধবার,২৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে।পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এর আগে কয়েকটি মামলা হয়েছে তথাকথিত এই ইসলামী বক্তা শায়েক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে।
মামলাটি দায়ের করেন মুলত আরেক ইসলামী বক্তা মাওলানা ইউছুফ জিলানী।এজহারে শায়েক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘ রেগুলার দ্বীন মিডিয়া ‘ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে।মূল অভিযুক্ত আকরামুজ্জামান ‘ ইহইয়া- উস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
দারেরকৃত মামলায় আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ প্রত্যেক দল-মতের আইনজীবীগণ স্বতঃস্ফূর্তভাবে মামলা ফাইলিংয়ের সময় উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবি ফয়েজ উদ্দিন চৌধুরী জানান, আদালত শুনানি শেষে মামলাটি সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন। বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল সন্তুষ্ট
হয়ে আবেদন গ্রহণপূর্বক পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তপূর্বক আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট দিতে আদেশ দিয়েছেন এবং আইসিটি ডিভিশনকে উক্ত অবমাননাকর ভিডিও অনলাইন মাধ্যম হতে সরিয়ে ফেলতে আদেশ প্রদান করেছেন। মামলা ফাইলিং হিয়ারিংয়ের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিজ্ঞ জেলা পিপি শেখ ইফতেকার সাইমুল চৌধুরী,জেলা বারের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, জেলা বারের সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক, সাবেক সম্পাদক এইচ এম জিয়াউদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন জাবেদ, এডভোকেট এডিএম আরুজ, এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, এডভোকেট মহসিনসহ প্রায় পঞ্চাশের অধিক সংখ্যক বিজ্ঞ আইনজীবী। মামলার এজহারে উল্লেখ করা হয়,
অভিযুক্ত আকরামুজ্জামান পবিত্র ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ১৪ই সাবান তথা বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় সময় কাটায় তাও ভালো। এর চেয়ে, সারারাত যদি বেইশ্যা খানায় থাকে সেটাও ভালো। এই চরম কটুক্তিকারী আকরামুজ্জানের বিরুদ্ধে আদালত মামলা দায়ের করেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের পক্ষে বাদী ফোয়াদ, ফাইলিং আইনজীবী এডভোকেট রিদোয়ান সহ সকল বিজ্ঞ আইনজীবীর উপস্থিত ছিলেন।
একই বক্তা অন্য জায়গায় আরও বলেছিলেন, শবে বরাত জিনার চেয়েও খারাপ। আক্রমণাত্মক এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে দাবী বাদী’র। ইসলামের ভুল ফতুয়াকারী শবে বরাত নিয়ে আপত্তিকর ও কটুক্তিকারী আকরামুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হবে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের ধর্মীয় ইসলামী বক্তারা।