খানজাহান আলী থানা প্রতিনিধিঃ নগরীর ৩৩নং ওয়ার্ড আওযামী লীগের প্রবীণ নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও খানজাহান আলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা হৃদরোগে আক্রান্ত হয়ে খুলর্না একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি পর তার অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। স্বজনরা জানিয়েছে
গত ২৭ ফেব্রæয়ারী রাতে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে গ্যাসের ঔষধ দেওয়া হয়। পরের দিন সকালে বুকে ব্যাথার বেড়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে পার্শবর্তি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনার আদ দ্বিন হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার সুস্থতা কামনায় সকলের জন্য দোয়া কামনা করেছেন।