ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার দিঘলিয়ায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিঘলিয়া উপজেলার
মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নাসহ আরো অনেক সুধীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন,
স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান কিশোর কিশোরীরাই আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে কাজ করবে।তাদেরকে দক্ষ ও উন্নত মন মানসিকতায় তৈরি করতে কিশোর কিশোরী ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহায়তায় তারা কিশোর কিশোরী ক্লাবের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেলা ফিল্ড সুপারভাইজার রাফিয়া বাশার এবং আলমগীর হোসেন সহ কিশোর কিশোরী ক্লাব দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংগীত ও আবৃত্তি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।