পুর্ব খিতাপচরে ভূমিদস্যুরা জাফর আহমদের পরিবার ওপর হামলা,রান্না ঘর ভাংচুর,  থানায় অভিয়োগ দায়ের

শাহানাজ পারভীন চট্টগ্রামঃ- চট্টগ্রামের বোয়ালখালীর পুর্ব খিতাপচর, ওবাইদুল হোসেন বাড়ী ৬ নং ওয়ার্ডে, পূর্ব শ ত্রু তার জের ধরে ২৪.০২.২০২৪ বিকাল অনুমান-১৬.৩০মি সময় ভূমিদস্যুরা জাফর আহমদের খাস দখলীয় জায়গার ওপর নির্মিত রান্ন ঘর ভাংচুর এবং তার পরিবার ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ফুটোজ দেখা গেছে সহ ব্যাপক মারধর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্হলে বোয়ালখালী থানার পুলিশ প্রশাসন পরিদর্শনে
গেছেন বলে থানা সুত্রে জানা য়ায়।  জানা গেছে, বাদীর মৌরশী সম্পত্তির ওপর রান্না ঘর ভাংচুরে বাঁধা প্রদান করিলে তার পরিবারের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটায় জাফর আহমদ বাদী হয়ে তিনজন কে বিবাদী করে বোয়ালখালী থানায় অভিয়োগ দায়ের করেন বিবাদীরা হলেন ১। শাখাওয়াত(৪০) ২। মোশারফ হোসেন(৩৫) ৩। মোঃ ইদ্রিছ (৭০) সর্ব সাং পুব খিতাপচর, ৬নং ওয়ার্ড,৫ নং সারোয়াতলী ইউপি,থানাঃ বোয়ালখালী,চট্রগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top