খুবি এবং আইসিসিসিএম’র সাথে কোলাবরেশন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই খুলনাঃ  খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টার, মালয়েশিয়া (আইসিসিসিএম) এর সাথে কোলাবরেশন সংক্রান্ত এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার বেলা ১১টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ফ্যাকাল্টি মোবিলিটি, স্টুডেন্ট ইন্টার্নশিপ, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম (ম্যান্ডারিং), জয়েন্ট পাবলিকেশনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্ট মোবিলিটি শুরু হবে বলে জানানো হয়। সভায় আইসিসিসিএম এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মার্কেট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটরর আইনিনা সোফিয়া। তিনি আইসিসিসিএম এর পক্ষ থেকে খুলনা

 

বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্দোনেশিয়া ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সভাপতিত্বে ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শামীম আহসান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. তরুণ কান্তি বোস সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top