গ্রামখানি মোর
মিয়া মুহাম্মদ শহীদুল্লাহ্ (প্রবাস কবি::::
গ্রামখানি মোর ছবির মতো
কবির ভাবাবেশ
ফুল পাখি আর তরুলতার
দারুন পরিবেশ!
মৃদু হাওয়ায় সুভাস ছড়ায়
গোলাপ চামেলির
ভোরের আলোয় স্বপ্ন লোটে
দক্ষিনা সমীর।
এই অপরূপে মুগ্ধ মোরা
শ্যামল ছায়ায় ঘেরা।
চরিদিকে গাছ গাছালি আর
মাছে পুকুর ভরা।
শিশিরভেজা দূর্বা ঘাস আর
সবুজ সোনা ধান
মায়ায় ঘেরা গ্রাম যে আমার
রাখালের মুখে গান!
হিন্দু, মুসলিম জাতি মোরা
একি সাথে থাকি
ভেদাভেদ নাই মানুষ মোরা
কাঁধে কাঁধ রাখি।
প্রবাস থেকে মনটি বারবার
গ্রামে যায় ফিরে
জানি না আসবো ফের কবে
মোর ছোট্ট নীড়ে।