তেরখাদা কাগদী ক্রীকেট  খেলার পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত  

IMG_20240222_220730-scaled.jpg
সাগর কুমার বাড়ই ,  খুলনাঃগত  ৫ ই ফেব্রুয়ারী খুলনার তেরখাদা উপজেলার কাগদী যুব সংঘের আয়োজনে কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে ৪ দলীয় ক্রীকেট লীগ ভিত্তিক খেলার ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।  ৪ দলীয় ক্রীকেট লীগ ভিত্তিক খেলায় অংশ গ্রহণ করেন সুবাস বাওয়ালীর (  Black Sado  )দল , আজগড়া বি আর বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক  নীহার রঞ্জন বাইনের (  অনুরাগ স্টার  ) দল , প্রতাপ বাড়ই এর ( Old Star )  দল ও মো: কালু  তালুকদারের  ( King Star  ) দল ।  ক্রীকেট লীগ খেলার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে সেমিফাইনাল খেলায়   শিক্ষক নীহার রঞ্জন বাইনের দল ও প্রতাপ বাড়ই এর দল অংশ গ্রহণ করে প্রতাপ বাড়ই এর দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে    ২২ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার  বিকাল সাড়ে তিন ঘটিকার সময়  প্রতাপ বাড়ই এর দলের সঙ্গে মো: কালু তালুকদারের দলের সঙ্গে ফাইনাল খেলার  তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে  মো: কালু তালুকদারের ( King Star )  দল  প্রথম স্থান অধিকার করে ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত পূর্বেই  যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংগীত পরিবেশন শেষে ৪ দলীয় ক্রীকেট লীগ ভিত্তিক ক্রীকেট খেলা অনুষ্ঠিত হয়।
৪ দলীয় ক্রীকেট লীগ খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক  তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের  চেয়ারম্যান
পদপ্রার্থী   প্রভাবশালী নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন  । এসময় আরো উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সদস্য বলাই লাল বালা , শিক্ষক অমলেন্দু বিশ্বাস  , শিক্ষক বিনোদ বিহারী চিন্তাপাত্র ,  মনমথ মন্ডল , শিক্ষকা দিপ্তী রানী মন্ডল  , পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন ,  সুশান্ত মন্ডল  , সুবাস বাওয়ালী   আজগড়া বি আর বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীহার রঞ্জন বাইন , শ্যামল চিন্তাপাত্র  , প্রদীপ মালাকার  , আলীমুল হাসান ,  টুটুল বালা সহ আরো অনেকে ।
আজগড়া বি আর বি  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীহার রঞ্জন বাইনের সঞ্চালনায়  ৪ দলীয় ক্রীকেট লীগ ভিত্তিক খেলার ধারা বিবরণী প্রচার করেন সিঞ্চন বাওয়ালী ও অয়ন বিশ্বাস । লীগ ভিত্তিক  ক্রীকেট খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন যথাক্রমে  প্রান্ত বিশ্বাস , রক্তিম চিন্তাপাত্র  ও প্রশিক মজুমদার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top