জয়পুরহাট প্রতিনিধঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে উপজেলা ভূমি অফিসের কর্মচারী রেশমা বেওয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার আজ বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা বেওয়া জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার মৃত মিরাজ উদ্দীনের স্ত্রী। তিনি ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,
রেশমা তার এক সহকর্মীর মোটরসাইকেলে করে বাড়ি থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বটতলী এলাকায় হঠাৎ একটি অটো রাস্তার উপর ঘুরাতে গেলে সেই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রলিক ব্রেক করেন। এতে মোটরসাইকেল থেকে রেশমা ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।