মধুপুরে প্রশাসনের নজরদারি না থাকায় শহিদ দিবসে জাতীয় পতাকার অবমাননা 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ ‘জাতিয় পতাকা এখনো খামচে আছে পুরনো শকুন’ কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের এই পঙ্কতি ফের মনে পড়ে যায় জাতীয় পতাকা অবমাননা দেখে। লাখো শহীদের রক্তে ভেজা লাল সবুজের পতাকার ওপর এখনো যেন শকুনের কুদৃষ্টি রয়ে গেছে।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলের  মধুপুর  বাসস্ট্যান্ডের অদুরে এনসিসি ব্যাংক,জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মেডিল্যাব হাসপাতাল, সততা ডায়াগনস্টিক সেন্টার, আজাদ ফুটওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে  জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সরকারি নিয়ম না মেনে পতাকা টানানো হয়েছে।
এভাবে পতাকা টানানো  জাতীয় পতাকার অবমাননা করার শামিল। আজ ছিলো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম না মেনে তারা তাদের ইচ্ছেমত  পতাকা উত্তলন করেছে যা পতাকা  অবমাননার শামিল ওবং আইন বহির্ভূত। প্রশাসনের নজরদারি না থাকায় এমন কাজ হচ্ছে বলে জানান সুধীমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top