বিএফইউজে ও এমইউজে খুলনার শোক সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশীদের মাতার ইন্তিকাল, জানাজা দাফন সম্পন্ন

IMG_20240213_174456-2.jpg

সাগর কুমার বাড়ই খুলনাঃ  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমি’র সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদের মাতা সুফিয়া বেগম (৯৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, নাতি-নাতনী, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

সাংবাদিক নেতা হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top