জয়পুরহাটে  এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালু রাখার দায়ে  ১০ হাজার টাকা জরিমানা 

IMG_20240218_200911.jpg
জয়পুরহাট প্রতিনিধিঃ  আজ রবিবার বিকাল 4 টার দিকে জয়পুরহাট শহরের হাজীবদরউদ্দিন রোড(বৌরাগিরমড়ে) কনফিডেন্স কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এ এই জরিমানা দেওয়া হয়। আদালত পরিচালনা করেন জয়পুরহাট সদর  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( শিক্ষা ও কল্যাণ শাখা,) মিজানুর রহমান
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘সরকারের নির্দেশনা উপেক্ষা করে চালু রেখেছিলেন  কনফিডেন্স কোচিং সেন্টার  তাৎক্ষণিকভাবে কনফিডেন্স কোচিং সেন্টার  জমা মোঃ লাভলু রশিদ মূলে১০ হাজার টাকা এবং চলমান এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জয়পুরহাট সদর একদল পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top