গভীর সুন্দর বন এলাকায় মৎস্য চাষের জন্য প্রান্তিক চাষীদের এগিয়ে আসার আহ্বান জানালেন জয়ন্ত

IMG_20240217_221002.jpg
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য বিভাগের উদ্দোগে গভীর সুন্দর বন বিভাগের বাসন্তী ও বারুইপুর ব্লক উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় মৎস্য চাষ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র বলেন যে গ্রামীণ এলাকায় শ্রমজীবি ও প্রান্তিক মানুষের মধ্যে মৎস্য চাষ বৃদ্ধি করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ সারা ভারতের মধ্যে পশ্চিম বাংলা মৎস্য উৎপাদনে সক্ষম এবং প্রথম স্হান অধিকার করে। কিন্তু পশ্চিম বাংলায় যে মৎস্য উৎপাদন করা হয় তা দিয়ে চাহিদা পূরণ করা যায় না পশ্চিম বাংলা র মানুষের। তাই পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম ও গঞ্জ এলাকায় পুকুর খনন করে এবং জলাশয় তৈরি করে মাছ চাষের উপযোগী পরিবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অঙ্গ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য
বিভাগের পক্ষ থেকে সারা জেলা জুড়ে মৎস্য চাষ করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করা ও মৎস্য চাষিদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে। আজ সেই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর ব্লক উন্নয়ন বোর্ড ও গভীর সুন্দর বন বিভাগের বাসন্তী ব্লক উন্নয়ন বোর্ড নিয়ে একটি মৎস্য চাষ করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য বিভাগের কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডি এম সব্যসাচী মুখার্জী ও বাসন্তী ব্লক উন্নয়ন বোর্ড এর মৎস্য বিভাগের কর্মধক্ষ্য ও বারুইপুর ব্লক উন্নয়ন বোর্ড মৎস্য বিভাগের কর্মধক্ষ্য এবং দুই ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক বৃন্দ এবং অন্যান্য মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং মৎস্য বিভাগের স্হায়ী কমিটির সদস্যরা ও স্বনির্ভর গোষ্টির কর্মকর্তারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top