তেরখাদা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে নাগরিক উদ্যোগ এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
শেখ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী সমাজসেবা অফিসার এস এম নাজমুল হক, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন। তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ খুলনার সহকারী বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাস, সিএসও প্রধান ও চেইন এজেন্ট শিবু বিশ্বাস, কিশোর,প্রসেঞ্জিত মদ্দম, সজল ও বাধন রায়।