বাঁধন, খুবি শাখার দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত

IMG_20240216_002418-1-scaled.jpg

সাগর কুমার বাড়ই  খুলনাঃ  বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৫টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় ও সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন

 

মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে ৫ জনকে রক্তদাতা সংবর্ধনা এবং ১২ জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ২০২৪ সালের জন্য নবগঠিত কমিটির সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় রায় এবং জোনাল প্রতিনিধি সাইফ নেওয়াজসহ কার্যনির্বাহী কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top